• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আফগানিস্তানের নূরের দাম ১০ কোটি, আরও ১০ বোলার বিক্রি ৯০ কোটিতে


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০২৪, ০৯:৪৫ পিএম
আফগানিস্তানের নূরের দাম ১০ কোটি, আরও ১০ বোলার বিক্রি ৯০ কোটিতে

ঢাকা: চলছে আইপিএলের প্রথম দিনের নিলাম। ব্যাটসম্যান ও অলরাউন্ডারের পর এবার পেসার ও স্পিনারদের দিকে নজর দিয়েছে ফ্র্যাঞ্জাইজিগুলো। 

আফগানিস্তানের নূর আহমেদকে ১০ কোটি রুপিতে কিনেছে চেন্নাই। দুই লেগ স্পিনার রাহুল চাহার (৩ কোটি ২০ লাখ) ও অ্যাডাম জাম্পাকে (২ কোটি ৪০ লাখ) দলে নিয়েছে হায়দরাবাদ।  

জশ হ্যাজলউড 
অজি এই গতি তারকাকে কিনতে বিরাট কোহলির বেঙ্গালুরুর খরচ করতে হয়েছে ১২ কোটি ৫০ লাখ রুপি।

প্রসিধ কৃষ্ণা
ভারতের এই পেসারকে ৯ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে গুজরাট। 

আবেশ খান
৯ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ভারতীয় এই পেসার। তাকে কিনেছে লক্ষ্ণৌ। 

আনরিখ নর্কিয়া 
দক্ষিণ আফ্রিকার গতি তারকাকে ৬ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।

জফরা আর্চার 
ইংল্যান্ডের এই পেসারকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। ভারতীয় বাঁহাতি পেসার খলিল আহমেদ গেছেন চেন্নাইয়ে। তার দাম উঠেছে ৪ কোটি ৮০ লাখ রুপি।

নটরাজন
ভারতীয় পেসারকে কিনেছে দিল্লি। এই বাঁহাতি পেসারের দাম উঠেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। 

ট্রেন্ট বোল্ট 
কিউই পেসার ট্রেন্ট বোল্টকে কিনতে মুম্বাই ইন্ডিয়ানসের খরচ হয়েছে ১২ কোটি ৫০ লাখ।

এদিকে জিতেশকে কিনেছে বেঙ্গালুরু
ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ শর্মাকে ১১ কোটি রূপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু।

এআর

Wordbridge School
Link copied!