ঢাকা: আইপিএলের দ্বিতীয় দিনের নিলাম সোমবার (২৫ নভেম্বর)। গতকাল শেষ হয়েছে নিলামের প্রথম দিন। সৌদি আরবের জেদ্দায় নিলামের প্রথম দিনে মোট ৭২ জন খেলোয়াড় দল পেয়েছেন। তাদের জন্য মোট ৪৬৭.৯৫ কোটি রুপি খরচ করেছে দলগুলো। অবিক্রীত রয়ে গেছেন ১২ জন।
প্রথম দিনই রেকর্ড তৈরি করে ফেলেছেন রিশাভ প্যান্ট। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। ২৭ কোটি রুপিতে তাকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
কোন খেলোয়াড় কত টাকা পেলেন, কোন দলে গেলেন, কে অবিক্রীত থাকলেন, সেটার আপডেট দেখে নিন এক নজরে...
নিলামের প্রথম দিনের খেলোয়াড়দের তালিকা
১. অর্শদীপ সিং: ১৮ কোটি, পাঞ্জাব কিংস।
২. শ্রেয়াস আইয়ার: ২৬.৭৫ কোটি, পাঞ্জাব কিংস।
৩. জস বাটলার: ১৫.৭৫ কোটি, গুজরাট টাইটানস।
৪. মিচেল স্টার্ক: ১১.৭৫ কোটি, দিল্লি ক্যাপিটালস।
৫. কাসিগো রাবাদা: ১০.৭৫ কোটি টাকা, গুজরাট টাইটানস।
৬. রিশাভ পান্ত: ২৭ কোটি, লখনৌ সুপার জায়ান্টস।
৭. মোহাম্মদ শামি: ১০ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ।
৮. ডেভিড মিলার: ৭.৫ কোটি, লখনৌ সুপার জায়ান্টস।
৯. ইয়ুজবেন্দ্র চাহাল: ১৮ কোটি, পাঞ্জাব কিংস।
১০. মোহাম্ম সিরাজ: ১২.২৫ কোটি, গুজরাট টাইটানস।
১১. লিয়াম লিভিংস্টোন: ১০.৭৫ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১২. কেএল রাহুল: ১৪ কোটি, দিল্লি ক্যাপিটালস।
১৩. হ্যারি ব্রুক: ৬.২৫ কোটি, দিল্লি ক্যাপিটালস।
১৪. দেবদূত পাডিক্কাল: অবিক্রীত।
১৫. এইডেন মার্করাম: অবিক্রীত।
১৬. ডেভন কনওয়ে: ৬.২৫ কোটি, চেন্নাই সুপার কিংস।
১৭. রাহুল ত্রিপাঠী: ৩.৪ কোটি, চেন্নাই সুপার কিংস।
১৮. ডেভিড ওয়ার্নার: অবিক্রীত।
১৯. জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক: ৯ কোটি, দিল্লি ক্যাপিটালস।
২০. হার্ষাল প্যাটেল: ৮ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ।
২১. রাচিন রবীন্দ্র: ৪ কোটি, চেন্নাই সুপার কিংস।
২২. রবিচন্দ্রন অশ্বিন: ৯.৭৫ কোটি, চেন্নাই সুপার কিংস।
২৩. ভেঙ্কটেশ আইয়ার: ২৩.৭৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স।
২৪. মার্কাস স্টয়নিস: ১১ কোটি, পাঞ্জাব কিংস।
২৫. মিচেল মার্শ: ৩.৪ কোটি, লখনৌ সুপার জায়ান্টস।
২৬. গ্লেন ম্যাক্সওয়েল: ৪.২ কোটি, পাঞ্জাব কিংস।
২৭. কুইন্টন ডি কক: ৩.৬ কোটি, কলকাতা নাইট রাইডার্স।
২৮. জনি বেয়ারস্টো: অবিক্রীত।
২৯. ফিল সল্ট: ১১.৫ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৩০. রহমানউল্লাহ গুরবাজ: ২ কোটি, কলকাতা নাইট রাইডার্স।
৩১. ইশান কিশান: ১১.২৫ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ।
৩২. জিতেশ শর্মা: ১১ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৩৩. জশ হ্যাজেলউড: ১২.৫ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৩৪. প্রসিধ কৃষ্ণা: ৯.৫ কোটি, গুজরাট টাইটানস।
৩৫. আবেশ খান: ৯.৭৫ কোটি, লখনৌ সুপার জায়ান্টস।
৩৬. এনরিখ নরকিয়া: ৬.৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স।
৩৭. জোফরা আর্চার: ১২.৫ কোটি, রাজস্থান রয়্যালস।
৩৮. খলিল আহমেদ: ৪.৮ কোটি, চেন্নাই সুপার কিংস।
৩৯. টি নটরাজন: ১০.৭৫ কোটি, দিল্লি ক্যাপিটালস।
৪০. ট্রেন্ট বোল্ট: ১২.৫ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স।
৪১. মাহিশ থিকশানা: ৪.৪ কোটি, রাজস্থান রয়্যালস।
৪২. রাহুল চাহার: ৩.২ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ।
৪৩. অ্যাডাম জাম্পা: ২.৪ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ।
৪৪. ওয়ানিন্দু হাসরাঙ্গা: ৫.২৫ কোটি, রাজস্থান রয়্যালস।
৪৫. ওয়াকার সালামখেলি: অবিক্রীত।
৪৬. নুর আহমেদ: ১০ কোটি, চেন্নাই সুপার কিংস।
৪৭. অথর্ব তাইদে: ৩০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ।
৪৮. আনমোলপ্রীত সিং: অবিক্রীত।
৪৯. নেহাল ওয়াধেরা: ৪.২০ কোটি, পাঞ্জাব কিংস।
৫০. অংকৃষ রঘুবংশী: ৩ কোটি, কলকাতা নাইট রাইডার্স।
৫১. করুণ নায়ার: ৫০ লাখ, দিল্লি ক্যাপিটালস।
৫২. যশ ধুল: অবিক্রীত।
৫৩. অভিনব মনোহর: ৩.২ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ।
৫৪. নিশান্ত সিন্ধু: ৩০ লাখ, গুজরাট টাইটানস।
৫৫. সমীর রিজভি: ৯৫ লাখ, দিল্লি ক্যাপিটালস।
৫৬. নমন ধীর: ৫.২৫ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স।
৫৭. আবদুল সামাদ: ৪.২০ কোটি, লখনৌ সুপার জায়ান্টস।
৫৮. হরপ্রীত ব্রার: ১.৫ কোটি, পাঞ্জাব কিংস।
৫৯. বিজয় শংকর: ১.২ কোটি, চেন্নাই সুপার কিংস।
৬০. মহিপাল লমরর: ১.৭ কোটি, গুজরাট টাইটানস।
৬১. আশুতোষ শর্মা: ৩.৮ কোটি, দিল্লি ক্যাপিটালস।
৬২. উৎকর্ষ সিং: অবিক্রীত।
৬৩. কুমার কুশাগ্রা: ৬৫ লাখ, গুজরাট টাইটানস।
৬৪. রবিন মিনজ: ৬৫ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স।
৬৫. অনুজ রাওয়াত: ৩০ লাখ, গুজরাট টাইটানস।
৬৬. আরিয়ান জুয়েল: ৩০ লাখ, লখনৌ সুপার জায়ান্টস।
৬৭. লুভনিথ সিসোদিয়া: অবিক্রীত।
৬৮. বিষ্ণু বিনোদ: ৯৫ লাখ, পাঞ্জাব কিংস।
৬৯. রাসিখ সালাম: ৬ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৭০. আকাশ মাধওয়াল: ১.২ কোটি, রাজস্থান রয়্যালস।
৭১. মোহিত শর্মা: ২.২ কোটি, দিল্লি ক্যাপিটালস।
৭২. বিজয়কুমার বিশাক: ১.৮ কোটি, পাঞ্জাব কিংস।
৭৩. বৈভব অরোরা: ১.৮ কোটি, কলকাতা নাইট রাইডার্স।
৭৪. যশ ঠাকুর: ১.৬ কোটি, পাঞ্জাব কিংস।
৭৫. কার্তিক ত্যাগী: অবিক্রীত।
৭৬. সিমরজিৎ সিং: ১.৫ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ।
৭৭. সুয়াশ শর্মা: ২.৬ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৭৮. কর্ণ শর্মা: ৫০ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স।
৭৯. মায়াঙ্ক মারকাণ্ডে: ৩০ লাখ, কলকাতা নাইট রাইডার্স।
৮০. পীযূষ চাওলা: অবিক্রীত।
৮১. কুমার কার্তিকেয় সিং: ৩০ লাখ, রাজস্থান রয়্যালস।
৮২. মানব সুতার: ৩০ লাখ, গুজরাট টাইটানস।
৮৩. শ্রেয়াস গোপাল: অবিক্রীত।
৮৪. উপেন্দ্র সিং যাদব: অবিক্রীত।
এআর