ঢাকা: চলছে আইপিএল নিলামের দ্বিতীয় দিন। এখন পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার বিক্রি হয়েছেন। তবে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ।
এবার আর মুস্তাফিজকে কিনতে আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্জাইজি। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।
বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল এবার আইপিএল নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখালো কোনো ফ্র্যাঞ্চাইজি দল। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজ অবিক্রিতই থাকলেন।
গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে চেন্নাইয়ে নাম লিখিয়েছিলেন বাঁহাতি এই পেসার। পুরো মৌসুম খেলতে না পারলেও খুব একটা খারাপ করেননি তিনি।
৯ ম্যাচ খেলে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নেন মুস্তাফিজ। তবে নতুন আসরের জন্য তাকে ধরে রাখেনি চেন্নাই। এবার মেগা নিলামেও তাকে কেউ নেয়নি।
এআর