• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

মুস্তাফিজ-রিশাদ ছাড়াও ‘আনসোল্ড’ যে তারকারা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৫, ২০২৪, ০৮:১৩ পিএম
মুস্তাফিজ-রিশাদ ছাড়াও ‘আনসোল্ড’ যে তারকারা

ঢাকা: আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। দুই দিনব্যাপী নিলামের শেষ দিকে এসে এই দুজনের দল না পাওয়ায় হতাশ ক্রিকেট সমর্থকরা। তবে বড় তারকাদের দল না পাওয়ার নজির এবারের নিলামে আরও দেখা গেছে। 

মুস্তাফিজের মাপের তারকা কিংবা রিশাদের চেয়েও অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকে দল পাননি নিলামে। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, প্রথমবার নাম দেওয়া রিশাদের ছিল ৭৫ লাখ রুপি।

শুধু বাংলাদেশের এই ২ ক্রিকেটারই নন; আনসোল্ড থেকে গেছেন আরও অনেক তারকা। সেই তালিকায় আছে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, পৃথ্বী শো, দেবদূত পাড়িকাল, আদিল রশিদ, মঈন আলী, স্টিভ স্মিথ, ডিওয়াল্ড ব্রেভিস, বেন ডাকেট, উমরান মালিক, শাই হোপ, কেন উইলিয়ামসন, নাভিন উল হক, জশ ফিলিপ, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকা।

আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। এমন দৃশ্য প্রতি আইপিএল নিলামে দেখা গেলেও এবার একটু বেশিই দেখা গেছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের এবার যত বেশি সম্ভব ভালো দাম হাঁকিয়েছে দলগুলো।

এআর

Wordbridge School
Link copied!