ঢাকা: এবারের আইপিএলের নিলামের সবচেয়ে বড় চমক এটাই। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটার যেখানে দল পায়নি সেখানে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর আইপিএল নিলামে থাকাই ছিল বিস্ময়কর ব্যাপার।
সেই বিস্ময়কে সত্যি করে দলও পেয়ে গেলেন এই বাচ্চা ক্রিকেটার। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করা ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিল রাজস্থান রয়্যালস।
তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের পাশাপাশি তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সেই খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
এআর