• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

প্রথমবার জাতীয় লিগের চ্যাম্পিয়ন সিলেট


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৬, ২০২৪, ০৩:৩৭ পিএম
প্রথমবার জাতীয় লিগের চ্যাম্পিয়ন সিলেট

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে সিলেট। এক ম্যাচ হাতে রেখেই জাতীয় লিগের শিরোপা নিশ্চিত করেছে দলটি।

বরিশালের দেয়া ১০৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় তুলেছে সিলেট বিভাগ। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনই শিরোপা জয়ের রাস্তা পরিষ্কার করে রেখেছিলেন সিলেট। 

বরিশালকে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের অলআউট করে ম্যাচ জিততে ১০৫ রানের লক্ষ্য পায় সিলেট। যা আজ দলটি লক্ষ্য ছুঁয়ে ফেলে দিনের প্রথম সেশনেই।

সিলেটকে শেষ ম্যাচ পর্যন্ত শিরোপায় অপেক্ষায় রাখতে পারত রংপুর। তবে কক্সবাজারে ঢাকা মহানগরের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করতে না পারায় নিশ্চিত হয়ে যায় সিলেটের শিরোপা। 

কেননা, রংপুর মহানগরকে হারালেই শুধু আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হতো সিলেটকে। কিন্তু ওই ম্যাচে রংপুরের জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। ১৭৪ রানে এগিয়ে থেকে মহানগর মাত্রই শুরু করেছে দ্বিতীয় ইনিংস। যার অর্থ ম্যাচটি ড্র-ই হচ্ছে, আর তাতে একরকম নিশ্চিত হয়েছে সিলেটের চ্যাম্পিয়ন শিরোপা।

তার আগে, প্রথম শিরোপার সামনে ব্যাট করতে নেমে চাপেই পড়ে গিয়েছিল সিলেট। ৭ রানের মধ্যেই ফিরতে হয়েছে সিলেটের দুই ব্যাটারকে। ওপেনার তৌফিক খান ও ওয়ানডাউনে নামা মুবিন আহমেদ কোনো রানই করতে পারেননি। আরেক ওপেনার পিনাক ঘোষও ফেরেন দলকে ২৭ রানে রেখে ব্যক্তিগত ১৮ রানে। পরে নাসুম আহমেদকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে দলের রানটাকে ১০৪-এ নিয়ে যান অধিনায়ক অমিত হাসান। ১ রান যখন দরকার তখন তিন বলের মধ্যে ফিরে যান ৫২ বলে ৪৪ করা নাসুম ও আসাদুল্লাহ আল গালিব (০)। পরে সিলেটের জয় নিশ্চিত করেন ৩৮ রানে অপরাজিত থাকা অমিত।

ষষ্ঠ ম্যাচে পাওয়া তৃতীয় জয়ের পর সিলেটের পয়েন্ট ৩৭। এই রাউন্ডে জয় পাওয়া অন্য দুটি দল ঢাকা বিভাগের পয়েন্ট ২৪, খুলনা বিভাগের ২২। ড্র হতে যাওয়া রংপুর-ঢাকা মহানগর ম্যাচ শেষে রংপুরের পয়েন্ট হতে পারে ২৩ ও মহানগরের ২১। তলানির দুই দল দল রাজশাহী ও বরিশালের পয়েন্ট ১০ ও ৪।

কে কত বার চ্যাম্পিয়ন

খুলনা             ৭
ঢাকা বিভাগ   ৭
রাজশাহী        ৬
রংপুর            ২
চট্টগ্রাম          ১
বিমান           ১
সিলেট            ১

এআর

Wordbridge School
Link copied!