• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

২০১ রানের লজ্জাজনক হার টাইগারদের  


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৬, ২০২৪, ০৯:০৮ পিএম
২০১ রানের লজ্জাজনক হার টাইগারদের  

ঢাকা: ৯ উইকেটে ১৩২ রানে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অর্থাৎ ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০১ রানে হারল বাংলাদেশ।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার জ্যামাইকায় শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।

৩৩৪ রান তাড়ায় ৭ উইকেটে ১০৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে টাইগাররা। দিনের দ্বিতীয় ওভারেই আলজেরি জোসেফের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন হাসান মাহমুদ (১২ বলে ০)।

এরপর জাকের আলী কিছুটা সময় টুকটাক রান নিয়ে শেষ পর্যন্ত এলবিডব্লিউ হয়েছেন আলজেরি জোসেফের বলে। ৫৮ বল মোকাবেলা করে ৫ বাউন্ডারিতে ৩১ রান আসে জাকেরের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। বাংলাদেশও সবাইকে চমকে দিয়ে ৯ উইকেটে ২৬৯ তুলে প্রথম ইনিংস ছেড়ে দেয়। উদ্দেশ্য ছিল, চতুর্থ দিনের সকাল সকাল ক্যারিবীয়দের বিপদে ফেলা।

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দেয় টাইগাররা। তাসকিন ৬৪ রানে একাই নেন ৬ উইকেট।

কিন্তু ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় আর পেরে উঠেনি মেহেদী হাসান মিরাজের দল। সেরা পাঁচ ব্যাটারের কেউ ত্রিশও করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মিরাজ (৪৫)।

এআর

Wordbridge School
Link copied!