• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

ওয়ানডের আগে টাইগার শিবিরে আরো এক ধাক্কা 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০২৪, ০৬:১৬ পিএম
ওয়ানডের আগে টাইগার শিবিরে আরো এক ধাক্কা 

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ দল। শুরুতে ছিটকে যান মুশফিকুর রহিম।

এমনকি টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম। 

গতকাল নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক। তিনি জানালেন, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষা রয়েছে বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে শান্ত-ও খেলতে পারবেন কি না আগে থেকে সেটি জানার অপেক্ষায় বিসিবি। হৃদয়ের জন্য একইভাবে তাদের অপেক্ষা করতে হচ্ছে। শান্ত’র খেলা নিয়ে নিশ্চিত রিপোর্ট পাওয়ার লক্ষ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় দেরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

প্রসঙ্গত, অ্যান্টিগা টেস্টে হেরে ক্যারিবীয়দের বিপক্ষে লাল বলের সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে মেহেদি হাসান মিরাজের দল জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে নামবে। পরবর্তীতে ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে সিরিজ এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

এআর

Wordbridge School
Link copied!