• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

৮৩ বলে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০২৪, ০৬:৪৪ পিএম
৮৩ বলে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

ঢাকা: শ্রীলঙ্কার ইনিংসটি স্থায়ী হল মাত্র ৮৩ বল। রান তুলতে পেরেছে মোটে ৪২। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন রান। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এভাবেই বিধ্বংস্ত সফরকারী শ্রীলঙ্কা। ইনিংসে সর্বোচ্চ রান কামিন্দু মেন্ডিসের। ১৩ রান দলীয় সর্বোচ্চ সংগ্রহ। বাকিরা কেবল উঠানামা করেছেন। 

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন। আর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসের দেড় শ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।

আজকের আগে টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৭১, ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে ৯টি দলেরই ৫০ রানের মধ্যে অলআউট হওয়ার ‘রেকর্ড’ ছিল এত দিন। বাকি ছিল টেস্টের নতুন দল আফগানিস্তান, জিম্বাবুয়ে (৫১ আছে) এবং শ্রীলঙ্কা।

আজ ডারবানের কিংসমিডে ধনাঞ্জয়া ডি সিলভাদের পঞ্চাশের কমে অলআউটের বিব্রতকর রেকর্ডের অংশ করেছেন প্রোটিয়া পেসাররা, বিশেষত মার্কো ইয়ানসেন। ডানহাতি এ পেসার ৬.৫ ওভার বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। বাকি তিন উইকেটের দুটি গিয়েছে জেরাল্ড কোয়েৎজের কাছে। এক উইকেট কাগিজো রাবাদার। 

এআর

Wordbridge School
Link copied!