Menu
ঢাকা: টি-টেন ম্যাচ। যেখানে প্রতি বলেই হয় চার-ছক্কার ফুলঝুড়ি। এমন একটি টি-টেন ম্যাচে বাংলাদেশের সাকিব আল হাসান উপহার দিলেন টেস্ট ইনিংস।
৬০ বলের মধ্যে নিজে খেললেন ২২ বল, রান করেছেন ১৫। মজার ব্যাপার তিনি আউট হননি, অপরাজিতই ছিলেন। আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটরর্সের বিপক্ষে বাংলা টাইগার্স ম্যাচে ঘটেছে এ ঘটনা।
সাকিব উইকেটে আসেন ৬ নম্বরে। তখন বাংলা টাইগার্সের রান ২.২ ওভারে ২৩। অন্য সংস্করণ হলে এখান থেকে হয়তো ইনিংস ধরে খেলার প্রসঙ্গ উঠত। কিন্তু খেলাটা তো ৬০ বলের, উইকেট ধরে রেখে কী হবে! চার-ছক্কাই আসল।
সাকিব এই চার-ছক্কাই মারতে পারেননি। ২২টি বল খেলা এই অলরাউন্ডার একটিও বাউন্ডারি পাননি। স্ট্রাইক রেট ছিল ৬৮.১৮।
অষ্টম ওভারে উইকেটে আসা রশিদ খানও ৮ বল খেলে দুটি বাউন্ডারি মেরেছেন। সাকিবের এমন ইনিংসের কারণে বাংলা টাইগার্সও বেশি রান তুলতে পারেনি, রান করেছে মাত্র ৭২।
আজকের আগে টি-টেনে দুই ম্যাচে ব্যাটিং করেছেন বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব। একটিতে করেছেন ১২ বলে ১৯ রান, আরেকটিতে ১৯ বলে অপরাজিত ২৯। এই দুই ইনিংসে একটি বিষয় স্পষ্ট-ঠিক টি-টেনসুলভ ব্যাটিংটা তিনি করতে পারছেন না।
এখন পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের দলের জয় মাত্র ২টিতে। আজ তারা হেরেছে ৯ উইকেটে। সাকিব বল করেছিলেন ১টি, সেটিতেও বড় ছক্কা মেরেছেন পুরান। সেই ছক্কাতে দলের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT