• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ০৭:২৯ পিএম
আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ঢাকা: আফগানিস্তানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তামিমদের দেয়া ২২৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় আফগানরা ১৮৩ রানে গুটিয়ে গেছে। বাংলাদেশের জয় ৪৫ রানে।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। 

১১০ বলে ৬৬ রান করে কালাম ফিরলেও সেঞ্চুরি আদায় করে নেন তামিম। শুরুতে দেখে-শুনে খেলার পর পরিস্থিতি বুঝে মারমুখি হন। ছক্কা মেরে স্পর্শ করেছেন সেঞ্চুরি। এই মাইলফলক ছুঁতে অধিনায়ক খরচ করেছেন ১৩২ বল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে। 

তামিমের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেনি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।

এদিকে ২২৯ রানের টার্গেটে আফগানদের ইনিংস শুরু হয় ধীরগতিতে। ৮ ওভারে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে ওঠে মাত্র ২০ রান। এর পরের ওভারে মারুফ মৃধার বলে উজাইরুল্লাহ নিয়াজাই ক্যাচ দিলে ২১ রানের ওপেনিং জুটি ভাঙে। 

দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন আফগান অধিনায়ক মাহবুব খান ও ফয়সাল খান আহমদজাই। ১৬ রান করে রাফিউজ্জামান রাফির বলে বোল্ড হয়ে মাহবুব। তৃতীয় উইকেটে ৪০ রান করেন ফয়সাল-নাসের খান জুটি। ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে ফয়সাল (৫৮) বিদায় নিলেই আফগানরা বিপদে পড়ে যায়। এরপর আর কেউ হাল ধরতে পারেননি।

এআর

Wordbridge School
Link copied!