• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ আইসিসি, সভা মুলতবি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ০৭:৩৯ পিএম
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ আইসিসি, সভা মুলতবি

ঢাকা: আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ বোর্ড সভা শেষ হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সঙ্কট সমাধানে পাকিস্তান ও ভারতের ক্রিকেট বোর্ডকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড।

ক্রিকেটভক্তরা মুখিয়ে ছিলেন, কী সিদ্ধান্ত আসে সভা থেকে। ভারত কি পাকিস্তানে যেতে রাজি হয় নাকি কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের সিদ্ধান্ত হয়।

কিন্তু ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসন করে সমাধানে পৌঁছাতে ব্যর্থ আইসিসি। এরপর বাধ্য হয়ে সভা মুলতবি করে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

সভায় নিজের অবস্থানেই অনঢ় থাকে ভারত-পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দ্বার্থহীন ভাষায় জানিয়ে দেন, হাইব্রিড মডেল গ্রহণ করবেন না তারা।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বক্তব্য, সরকার ক্রিকেটাদের পাকিস্তান যেতে অনুমতি দিচ্ছে না। সুতরাং হাইব্রিড মডেলেই করতে হবে আয়োজন।

দুই দেশের প্রতিনিধিদের বাকবিতণ্ডার মধ্যে আইসিসি জানায়, আজকের মতো সভা এখানেই শেষ। আগামীকাল আবার আলোচনা শুরু হবে। শনিবার অচলাবস্থা ভাঙার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয়, শেষ পর্যন্ত ভোটাভুটিতে আসতে পারে সিদ্ধান্ত।

এআর

Wordbridge School
Link copied!