• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

প্রতিপক্ষের জালে চ্যাম্পিয়ন কিংসের ৭ গোল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ০৯:৩৭ পিএম
প্রতিপক্ষের জালে চ্যাম্পিয়ন কিংসের ৭ গোল

ঢাকা: কিংস অ্যারেনায় পাঁচ বারের লিগজয়ী বসুন্ধরা কিংসের সামনে চট্টগ্রাম আবাহনীকে অসহায়ই মনে হয়েছে। কঙ্গোয় জন্ম নেওয়া ফরাসি ফুটবলার জারেদ খাসা আর রাকিব হোসেনের জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়েছে কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নতুন আসরের উদ্বোধনী ম্যাচেও বড় জয় অনুমিত ছিল। চট্টগ্রাম আবাহনী প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি কিংস অ্যারেনায়। ফ্রান্সের জারেদ খাসা ও রাকিব হোসেন জোড়া গোল করেছেন।

ম্যাচের ৩ মিনিট থেকে গোলের যাত্রা শুরু হয়। কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক মিগেলের পাস থেকে জারেদ খাসা লিড নেওয়া গোলটি করেন। বিশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। এই গোলেরও যোগানদাতা অধিনায়ক মিগেল।

তার বাড়ানো বলে ফয়সাল আহমেদ ফাহিম প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন। ছয় মিনিট পর ঘটে উল্টো ঘটনা। ফাহিমের বাড়ানো বলে গোল করেন মিগেল। প্রথমার্ধের শেষদিকে ফরাসি ফরোয়ার্ড আরেকটি গোল করলে কিংস ৪-০ স্কোরলাইন নিয়ে ড্রেসিংরুমে যায়।

বিরতির পরও কিংসের গোল-ক্ষুধা কমেনি। কয়েকদিন আগে জাতীয় দলের জার্সিতে গোল করা মজিবুর রহমান জনি ৭০ মিনিটে রিমনের ক্রসে ক্লাবের হয়ে গোল করেন। রিমনের গোলের তিন মিনিট পর গোল পান বর্তমান সময়ে দেশের অন্যতম সেরা ফুটবলার রাকিব হোসেন। দুর্দান্ত স্লাইডিং শটে এবারের লিগে নিজের প্রথম গোলটি করেন তিনি। ৮৩ মিনিটে রাকিব আরেকটি গোল করলে ৭-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। 

এআর

Wordbridge School
Link copied!