Menu
ঢাকা: তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলায় ৫ উইকেট আর ৩৭ বল হাতে রেখেই সফরকারী দলকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড নারী দল। কিন্তু সুলতানা খাতুন, স্বর্ণা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৯৩ রানেই আটকে যায় আইরিশদের ইনিংস।
অধিনায়ক অ্যামি হান্টার ৮৮ বল খেলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন। ওরলা প্রেন্ডারগাস্ট ৩৭ এবং লরা ডেলানি খেলেন ৩৩ রানের ইনিংস।
বাংলাদেশের সুলতানা খাতুন ৩২ রানে ২ উইকেট শিকার করেন। নাহিদা আক্তার সমান রান খরচায় নেন একটি উইকেট। ভীষণ মিতব্যয়ী ছিলেন স্বর্ণা আক্তার। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।
১৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফারজানা হকের ৫০ (৮৯ বলে), শারমিন আক্তারের ৪৩ (৬৩), অধিনায়ক নিগার সুলতানার ৩৯ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস এবং শেষদিকে স্বর্ণা আক্তারের ২৯ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT