ঢাকা: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই টুর্নামেন্টের ফেভারিট ভারতকে হারিয়ে দিলো পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৩০ নভেম্বর) গ্রুপ 'এ'র ম্যাচে ৪৩ রানে জয় পেয়েছে পাকিস্তান।
আগে ব্যাট করে তারা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছিল। জবাবে ৪৭.১ ওভারে ২৩৮ রান তুলতে সব উইকেট হারায় ভারতের যুবারা।
আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার উসমান খান ও শাহজিব খান। তারা দুজন মিলে ১৬০ রানের জুটি গড়েন। ৯৪ বলে ৬০ রান করে উসমান বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নেন শাহজিব। ১৪৭ বলে ১৫৯ রানের দারুণ ইনিংস খেলে শেষ ওভারের প্রথম বলে আউট হন তিনি। দারুণ ইনিংসটি ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৮ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পাঁচে নেমে ৭৭ বলে বলে ৬৭ রান করে কিছুটা চেষ্টা করেছিলেন নিখিল কুমার। আর শেষদিকে ২২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মোহামেদ ইনান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে লাগেনি ওই দুই ইনিংস।
বল হাতে পাকিস্তানের আলী রেজা ৩টি এবং আব্দুল সুবহান ও ফাহাম-উল-হক নিয়েছেন ২টি করে উইকেট।
আইএ