• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি না সাকিব, জানালেন বিসিবি সভাপতি


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০২৪, ০৩:৩৮ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি না সাকিব, জানালেন বিসিবি সভাপতি

ঢাকা: শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নয় চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। নিরাপত্তা ইস্যুতে দেশে ফিরতে না পারলেও দেশের বাইরে তো সাকিবের নিরাপত্তা ইস্যুটি তত বড় না, সেখানে কেন নেই সাকিব? এ প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।

শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিপিএলের মাস্কট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে কৌতূহলি প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

ফারুক আহমেদ বলেন, ‘আমি সাকিব ইস্যুতে কথা বলতে গিয়ে বিব্রত নয়। কারণ, আমিও চাই সাকিব খেলুক।’ কিন্তু পরক্ষণেই বিসিবিপ্রধান বুঝিয়ে দেন, তিনি চাইলেই সাকিবের দেশে ফেরাতে পারবেন না। কারণ, বাঁহাতি অলরাউন্ডারের দেশে ফেরা ও খেলাটা নির্ভর করছে নিরাপত্তার ওপর। সেই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিসিবির নয়।

বিসিবি সভাপতি মনে করেন, সাকিবের দেশে ফেরাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, ‘আসলে সাকিবের ব্যাপারটা পুরোপুরি নিরাপত্তা সম্পর্কিত। যে কারণে সে আসতে পারছে না। এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তাই আমার জন্য এটার উত্তর করা খুব কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত আছে। তাদেরই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

সাকিবের দেশে ফেরার প্রক্রিয়াটা তার হাতে নেই, সে ব্যাপারে বিসিবিরও তেমন করণীয় কিছু নেই- এমন কথা বললেও ফারুক আহমেদ এখনো আশাবাদি, সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় সাকিবের নাম আছে, এ তথ্য জানিয়ে ফারুক বলেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য) সাকিব তো এখনও আমাদের লিস্টে আছে।’

ফারুক মনে করেন, সাকিবের এখনো জাতীয় দলে খেলার সামর্থ্য আছে। তবে তিনি যদি দেশের মাটিতে খেলতে না পারেন, শুধু দেশের বাইরে জাতীয় দল আর ফ্র্যাঞ্চাইজি আসরে অংশ নেন, সেটা দলের জন্য ইতিবাচক ও সুখকর নয়। এতে সাকিবের পক্ষে মনের দিক থেকে চাঙ্গা, উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়ে খেলা খুব কঠিন।

সে কারণেই দেশের বাইরে জাতীয় দলে খেলা ও ফেরাটা বোর্ড সাকিবের ওপর ছেড়ে দিয়েছেন বলে জানান ফারুক।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি মনে করি, সাকিব এখনও জাতীয় দলের খেলার ক্ষমতা রাখে। সে যেভাবে চাচ্ছে বা এটা যদি একটা সমাধান হয়, তবে একজন ক্রিকেটারের পক্ষে শুধু দেশের বাইরের টুর্নামেন্ট খেলে জাতীয় দলে মনোযোগ ও মনোসংযোগ দেয়া কঠিন।’

তিনি আরও বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক কথা নয়। প্রস্তুতি পর্ব হয়, দলের সঙ্গে মানিয়ে নেওয়া দরকার হয় খুব বেশি। এটা যেহেতু করতে পারছে না, তাই আমার মনে হয়, সে এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা তার ওপরেই ছেড়ে দিয়েছি যে, সে কী চিন্তা করছে।’

এআর

Wordbridge School
Link copied!