• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

‘রিসেট’ বাটনে চাপ দেওয়ার ঘোষণা গার্দিওলার


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২, ২০২৪, ১২:০২ পিএম
‘রিসেট’ বাটনে চাপ দেওয়ার ঘোষণা গার্দিওলার

ঢাকা : লিভারপুলের কাছে পরাজয়ের পর প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

রোববার (১ ডিসেম্বর) রাতে অ্যানফিল্ডে ২-০ গোলে এই পরাজয়ের ম্যাচে গার্দিওলাকে লিভারপুলের দর্শকদের দুয়ো হজম করতে হয়েছে। তাকে বরখাস্ত করার দাবিও উঠেছে। অবশ্য মাঠে বসেই হাসিমুখে বিদ্রূপের জবাবও দিয়েছেন গার্দিওলা। পরে মুখ খুলেছেন সংবাদ সম্মেলনে।

গার্দিওলাকে উদ্দেশ্য করে সমর্থকেরা বলছিলেন, ‘কাল সকালেই তোমার চাকরি যাবে’। জবাবে ছয় আঙুল দেখিয়ে তার আমলে জেতা ছয়টি প্রিমিয়ার লিগের শিরোপার দিকে ইঙ্গিত করেন গার্দিওলা। ম্যাচ শেষে দর্শকদের নিয়ে সিটি বস বলেন, ‘লিভারপুলের দর্শকদের কাছে এটা আশা করিনি। তবে ঠিক আছে। এটা খেলারই অংশ, আমি বুঝি ব্যাপারটা।’

এই পরাজয়ে গার্দিওলার দল শীর্ষস্থান থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ল। পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তাই নিজেদের দোষটাও দেখছেন সিটি ম্যানেজার, ‘পুরো স্টেডিয়াম আমার বরখাস্ত চাইছে, এটা শুরু হয়েছে ব্রাইটন ম্যাচ দিয়ে। আমাদের যা ফল তাতে ওদের চাওয়াটা হয়তো ঠিকই আছে।’

ম্যাচে লিভারপুল গোলের জন্য পোস্টে ১৮টি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৭টি। সেখানে ম্যানসিটি শট নিয়েছিল কেবল ৮টি আর লক্ষ্যে ছিল ২টি। দলের এই অবস্থায় হাল ছাড়তে নারাজ গার্দিওলা। তিনি রিসেট বাটন চাপতে চান, ‘লিভারপুলকে শুভেচ্ছা। আমরা রিসেট করে শূন্য থেকে শুরু করব আবারও। বাস্তবতাটা আমাদের মানতে হবে। আমি বিপদে পড়লে বাবা-মা কখনও ছেড়ে যাননি, আমিও এই খেলোয়াড়দের পাশে থাকব।’

এমটিআই

Wordbridge School
Link copied!