• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২, ২০২৪, ০৫:৫৬ পিএম
চলে গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া

ঢাকা: এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। সোমবার বাড়ির ছাদ থেকে লাফ দেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রায় এক যুগ ধরে অন্তরালে ছিলেন সাদিয়া। যে কারণে পরিবারের সদস্যরা তাকে চোখে চোখে রাখতেন। কিন্তু সোমবার সবার অলক্ষ্যে তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। 

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও সোনা জেতেন তিনি।

সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।

এআর

Wordbridge School
Link copied!