• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:৩১ পিএম
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

ঢাকা : বাংলাদেশের ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান বাবা হয়েছেন। তাদের সংসারে এসেছে পুত্র সন্তান। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এই সুখবর জানিয়েছেন মোস্তাফিজ। এটা তাদের প্রথম সন্তান।

মোস্তাফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ আমাদের একটি পুত্রসন্তান হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই ভালো এবং সুস্থ আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে ২০১৯ সালে পারিবারিকভাবে সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। শিমু সম্পর্কে তার মামাত বোন। বিয়ের ক্ষেত্রে মোস্তাফিজ পরিবারের পছন্দকেই গুরুত্ব দিয়েছেন। শিমুকে পছন্দ করেছেন মোস্তাফিজের মা মাহমুদা খাতুন। স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তিনি ছুটি নিয়েছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!