• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

২১৯ দিন পর ব্যাটিংয়ে নেমে ব্যর্থ তামিম


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:৩০ পিএম
২১৯ দিন পর ব্যাটিংয়ে নেমে ব্যর্থ তামিম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক, প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল হয়ে উঠেছেন অমাবস্যার চাঁদ। ক্রিকেটটা এখন তিনি খেলতেই নামেন কালেভদ্রে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে তিনি মাঠে নামলেন ২১৯ দিন পর। তবে হাসেনি তার ব্যাট।

টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের প্রথম মৌসুমে তামিম খেলছেন চট্টগ্রামের হয়ে। বুধবার (১১ ডিসেম্বর) শুরু হওয়া টুর্নামেন্টে তার দল খেলছে রংপুরের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ তামিম। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় করেছেন ১৩ রান। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তামিমকে বোল্ড করেছেন মোহাম্মদ এনামুল হক।

তামিম অবশ্য চট্টগ্রামের অধিনায়ক নন এনসিএলে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আলী চৌধুরী। শুরুর ম্যাচে দলটি আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবে খেলছে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেটে ২৬ রান করেছে রংপুর।

এনসিএলের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম সবশেষ খেলেছেন এ বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি। সেই ম্যাচে তার প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংক সেই ম্যাচ জিতেছিল ১৯৯ রানে।

এসএস

Wordbridge School
Link copied!