• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শেষ ওয়ানডেতেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৩ পরিবর্তন 


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:১৯ পিএম
শেষ ওয়ানডেতেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৩ পরিবর্তন 

ঢাকা: সিরিজের শেষ ওয়ানডেতেও আগে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতেই বাংলাদেশকে ব্যাটিং পাঠালেন ক্যারিবিয় অধিনায়ক শাই হোপ।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি টাইগারদের জন্য মান বাঁচানোর লড়াই। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ নির্ভার হয়ে মাঠে নামছে।

গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।  

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই নতুন মুখ
বাংলাদেশ দলের মতো একাদশে তিন পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে জেদিয়াহ ব্লেডস ও আমি জাঙ্গু আজই প্রথম ওয়ানডে খেলবেন। আর আলজারি জোসেফ ফিরেছেন এক ম্যাচ পর।

দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া জেইডেন সিলস চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ব্রান্ডন কিং, আমির জাঙ্গু, কিসি কার্টি, শাই হোপ, অ্যালিক অ্যাথানাজ, শারফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।

এআর

Wordbridge School
Link copied!