ঢাকা: ইংল্যান্ডে বোলিংয়ের নিষেধাজ্ঞা পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশি এই অলরাউন্ডার। তার বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি শুক্রবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি।
প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন কোনো কিছুর মুখোমুখি হলেন সাকিব।
গত সেপ্টেম্বরের শুরুতে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ একটি ম্যাচ খেলেন সাকিব। হুট করে ক্রিকেটারের অভাবে পড়ায় সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের তারকা ক্রিকেটারের শরণাপন্ন হয় সারে কাউন্টি দল। তাদের ডাকে সাড়া দিয়ে প্রায় ১৩ বছর পর কাউন্টিতে খেলতে যান তিনি।
সমারসেটের মাঠ টন্টনে বল হাতে চমৎকার পারফরম্যান্স করেন সাকিব। ২০১০-১১ মৌসুমের পর কাউন্টিতে ফেরার ম্যাচে বাঁহাতি স্পিনে ৯ উইকেট নেন তিনি। যদিও ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে।
ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করেন সাকিব। তার ওভারে চাকিংয়ের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় দুই মাস পর জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস।
সাকিব এই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে তার বোলিং পরীক্ষা দেন। যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করেছেন তিনি।
যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে এরপর আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। পুনঃ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি তারকা।
কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্টও খেলেন সাকিব। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন তিনি। এই মুহূর্তে আছেন শ্রীলঙ্কায়, সেখানে খেলছেন লঙ্কা টি-টেন টুর্নামেন্ট।
এসএস