• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ইমাদের পর ফের অবসরে আমিরও


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২৪, ০৩:৪০ পিএম
ইমাদের পর ফের অবসরে আমিরও

ঢাকা: আরও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তান দলে ডাক পাননি তিনি। ৩৫ বছর বয়সী ক্রিকেটার অবশ্য ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

তার পথ অনুসরণ করলেন মোহাম্মদ আমিরও। রাগে-ক্ষোভে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের এই পেসার। 

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডাকে সাড়া দিয়ে ফিরেও এসেছিলেন। সেই ফেরাটা হলো না দীর্ঘস্থায়ী। আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই পাক পেসার। 

এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ভিডিও বার্তায় তিনি বলেন, 'পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলার সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। তবে আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবি ও পাকিস্তানের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই।'

পিসিবির সঙ্গেই অভিমান করে ২০২১ সালে প্রথমবার অবসর নিয়েছিলেন আমির। তখনকার বোর্ড চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে ঝামেলায় জড়িয়েই এই সিদ্ধান্ত নেন। এরপর বোর্ডে পরিবর্তন আসার পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন।

২০০৯ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। নিয়েছেন ২৭১টি উইকেট। ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। সেই আসরে তার বড় অবদান। ফাইনালে ১৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

এআর

Wordbridge School
Link copied!