ঢাকা: ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে রোববার তামিমের ঝড়ো ব্যাটিংয়ে কেঁপেছে সিলেট একাডেমি স্টেডিয়াম।
বরিশাল বিভাগের বিপক্ষে ৫৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দেশের ক্রিকেটের সেরা ওপেনার। ঝড়ো ইনিংস খেলার পথে ৭টি চার ও ৬টি ছক্কা হাঁকান চট্টগ্রাম বিভাগের খান সাহেব।
তামিমের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে চট্টগ্রাম।
তবে এদিন টাইগার ওপেনারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৯ রানের জন্য তিন অংক ছুঁতে পারেননি তিনি। ইনিংসের ১৭তম ওভারে বোল্ড হয়েছেন মেহেদী হাসানের বলে।
চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বলে ২২ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ২৩ বলে ২১ রান করেন সাব্বির হোসেন শিকদার। মুমিনুল হক ৮ বলে ১৩ ও ইয়াসির আলী রাব্বি ৬ বলে নেন ১২ রান।
এর আগে টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রান করে দলকে প্রথম জয় উপহার দেন তামিম।
এআর