ঢাকা: কাতারের দোহায় জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম। ফিফা 'দ্য বেস্ট' অ্যাওয়ার্ডের জন্য কয়েক সপ্তাহ আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল।
যেখানে পুরুষ বিভাগে ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য রিয়াল মাদ্রিদের। ক্লাবটির ৬ খেলোয়াড়ের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম।
ম্যানচেস্টার সিটির রদ্রি ও আর্লিং হলান্ডও আছেন তালিকায়। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নবমবারের মতো লড়াইয়ে আছেন, তবে এবার তার মনোনয়ন নিয়ে বিতর্ক উঠেছে। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে।
বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান ভির্টজ ও বার্সেলোনার লামিনে ইয়ামালও আছেন। ব্যালন ডি'অরজয়ী রদ্রি ও ভিনি এবারের পুরস্কারের বড় দাবিদার।
নারী বর্ষসেরা তালিকায় ১৬ জনের মধ্যে এগিয়ে আছেন বার্সেলোনার আইতানা বোনামাতি। একই অনুষ্ঠানে বর্ষসেরা কোচ এবং নারী সেরা গোলের জন্য প্রথমবার মার্তা অ্যাওয়ার্ড দেওয়া হবে।
অনুষ্ঠানের সমাপ্তি হবে ফিফা ইন্টারন্যাশনাল কাপের ম্যাচের মাধ্যমে, যেখানে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং মেক্সিকোর ক্লাব পাচুচা। ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন শুধু বর্ষসেরা ফুটবলার কে হচ্ছেন, তা জানার জন্য।
এআর