• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:৫৮ পিএম
হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন

ঢাকা: ব্রিসবেন টেস্টের শেষ দিনে আজ বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতির ঘোষণা এসেছে। খেলোয়াড়েরা তাই গ্যাবার ড্রেসিংরুমেই ছিলেন। 

ঠিক এমন সময় টিভি ক্যামেরা গেল ভারতের ড্রেসিংরুমের দিকে। রবিচন্দ্রন অশ্বিনকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। বিরাট কোহলিকে তিনি কিছু একটা বলতেই তার সঙ্গে আলিঙ্গন করেন।

বোঝা যাচ্ছিল, কিছু একটা ঘটতে চলেছে। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই অবসরের ঘোষণা দিলেন ভারতীয় স্পিনার। তার জাদুকরি বোলিং আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে। বিদায় বেলায় অশ্বিন কৃতজ্ঞতা জানালেন ভারতীয় বোর্ড, তার সব সতীর্থ ও কোচকে।

'ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার শেষ দিন এটিই। ক্রিকেটার হিসেব যদিও কিছুটা তাড়না আমার ভেতর এখনও আছে, তবে সেটা দেখাতে চাইব আমি ক্লাব পর্যায়ের ক্রিকেটে'।

'অবশ্যই অনেককে ধন্যবাদ জানানোর আছে আমার। দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারব না যদি বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা না জানাই। তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। দীর্ঘ এই পথচলায় কোচ হিসেবে যাদেরকে পেয়েছি (সবার প্রতি কৃতজ্ঞতা)। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোহিত, ভিরাট (কোহলি), আজিঙ্কা (রাহানে), (চেতেশ্বর) পুজারা…যারা ব্যাটের কাছাকাছি দাঁড়িয়ে অনেক ক্যাচ নিয়েছে এবং এত বছর ধরে আমাকে এত উইকেট নিতে সহায়তা করেছেম সবাইকে ধন্যবাদ।'

এআর

Wordbridge School
Link copied!