Menu
ঢাকা : ক্যারিয়ারে সব পাওয়া হয়ে গিয়েছিল, বাকি ছিল একটি বিশ্বকাপ। ২০২২ সালের এই দিনে সেটাও পেয়ে যান লিওনেল মেসি।
আজ আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্ণ হলো। কাতারের সেই আসরে দেশের জন্য, মেসির জন্য জীবন দিয়ে লড়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। যার ফল অসাধারণ এই জয়।
কাতারের লুসাইল স্টেডিয়ামে এদিনই মেসির হাতে উঠেছিল বহু আরাধ্য বিশ্বকাপ শিরোপা। তাদের সেই সেলিব্রেশন পরে বিশ্বজুড়েই ক্রেজে পরিণত হয়। ভাইরাল হয়েছিল বিছানায় বিশ্বকাপ নিয়ে মেসির ঘুমানোর ছবি। আর ফেসবুকে মেসি লিখেছিলেন তার অনুভূতি, ‘বিশ্বচ্যাম্পিয়ন! এতবার স্বপ্ন দেখেছি, এতবার পেতে চেয়েছি যে এখনো বিশ্বাস করতে পারছি না!’
মেসি আরও লিখেছিলেন, ‘আমার পরিবার, সমস্ত সমর্থক যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করে দিয়েছি যে, আর্জেন্টাইনরা যখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, তখন যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। কোনো ব্যক্তির নয়, পুরো কৃতিত্ব এই দলের। একই স্বপ্নের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যা সমস্ত আর্জেন্টাইনদের স্বপ্ন ছিল। এগিয়ে যাও আর্জেন্টিনা। আমাদের খুব শীঘ্রই দেখা হচ্ছে।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT