• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৯, ২০২৪, ১২:৩৯ পিএম
রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

ঢাকা : যৌথভাবে শীর্ষে থেকে এককভাবে নতুন উচ্চতায়। রিয়াল মাদ্রিদের গৌরবময় ও সমৃদ্ধ ইতিহাসের সফলতম কোচ এখন কার্লো আনচেলত্তি। এমনিতে নিজেকে নিয়ে কথা বলতে, নিজেকে তুলে ধরতে তিনি খুব স্বচ্ছন্দ নন। তবে এই অর্জনে দারুণ খুশি ৬৫ বছর বয়সী কোচ।

গত অগাস্টে উয়েফা সুপার কাপ জিতে রিয়াল মাদ্রিদের সফলতম কোচ মিগেল মুনিয়োসকে স্পর্শ করেছিলেন আনচেলত্তি।

বুধবার (১৯ ডিসেম্বর) কিংবদন্তি সেই কোচকে ছাড়িয়ে গেলেন আরেক কিংবদন্তি। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে আনচেলত্তি ছাড়িয়ে গেলেন মুনিয়োসকে।

নতুন আঙ্গিকের ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম আসরে বুধবার মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় রেয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়রের দুর্দান্তভাবে বানিয়ে দেওয়া পাস থেকে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে দর্শনীয় গোল করেন রদ্রিগো। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান ভিনিসিউস।

স্প্যানিশ ক্লাবটির কোচ হিসেবে আনচেলত্তির ট্রফি এখন ১৫টি। মুনিয়োসের ট্রফি ১৪টি।

কাতারে শিরোপা জয়ের পর স্প্যানিশ টিভি তেলেসিনকোর সঙ্গে কথোপকথনে নিজের গর্বটা লুকাননি আনচেলত্তি।

এগুলো (ট্রফি) এখন এত বেশি…!!! আমি উচ্ছ্বসিত, সত্যিই খুব খুশি… দারুণ সফলতার গল্প এটি।

রেয়ালের হয়ে দুই দফায় পাঁচ বছরের দায়িত্বেই এতগুলো ট্রফি জিতে ফেললেন আনচেলত্তি। এই বছরই স্বাদ পেয়েছেন পাঁচটি ট্রফি জয়ের!

২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রেয়ালে প্রথম মেয়াদে লা লিগা জিততে পারেননি আনচেলত্তি। এই দফায় এসে সেই অপূর্ণতা ঘুচিয়েছেন এখনও পর্যন্ত দুটি লা লিগা জিতে। গড়েছেন অনন্য এক ইতিহাসও।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জিততে পারা একমাত্র কোচ তিনি। লা লিগা ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি চেলসির হয়ে, এসি মিলানের হয়ে জিতেছেন সেরি আ, বায়ার্ন মিউনিখের হয়ে বুন্ডেসলিগা ও পিএসজির হয়ে জিতেছেন ফরাসি লিগ।

রেয়ালে তিনি জিতেছেন তিনটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ, দুটি করে লা লিগা, কোপা দেল রে, স্পানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এবং এবার এই ইন্টারকন্টিনেন্টাল কাপ।

রেয়ালের কিংবদন্তি মিডফিল্ডার মিগেল মুনিয়োস পরে কোচ হিসেবেও ছিলেন অসাধারণ। প্রথম দফায় ১৯৫৯ সালে কিছুদিনের জন্য কোচ হওয়ার পর ১৯৬০ থেকে ১৯৭৪ পর্যন্ত লম্বা সময় তিনি ছিলেন দায়িত্বে। টানা পাঁচবার লিগ জয় করা কোচ লা লিগা জিতেছিলেন সব মিলিয়ে ৯ বার। দুবার জিতেছিলেন ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ)। তার সময়ে স্প্যানিশ সুপার কাপ ছিল না। থাকলে হয়তো আরও বেশি থাকতো তার ট্রফি।

রেয়ালের সফলতম কোচের তালিকায় তিনে আছেন জিনেদিন জিদান। দুই দফায় চার মৌসুমে দায়িত্বে থেকেই ১১টি ট্রফি জিতেছেন এই কিংবদন্তি। কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অবিশ্বাস্য কীর্তি আছে তার।

তবে আপাতত সবার ওপরে এখন আনচেলত্তি। বুধবার ম্যাচে দলের মানসিকতা ও পারফরম্যান্সে দারুণ খুশি কোচ। আলাদা করে বললেন তিনি আক্রমণভাগের কথা।

আজকে ছেলেদের মানসিকতা আমার দারুণ লেগেছে। আক্রমণভাগে ওরা পার্থক্য গড়ে দিয়েছে। ভিনিসিউস দারুণ এক ম্যাচ খেলেছে। প্রতিপক্ষের গোলমুখে আমরা ভালো করেছি।

আমাদের দলের মান খুব ভালো। কিলিয়ানও (এমবাপে) ভালো খেলেছে, রদ্রিগো দ্বিতীয় গোলটি দুর্দান্ত করেছে…। আমরা খুবই খুশি যে দেশ থেকে অনেক দূরে এবং ব্যস্ত মৌসুমের মাঝামাঝিতে আমরা একটি শিরোপা জিততে পেরেছি।

এমটিআই

Wordbridge School
Link copied!