• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে বছর শেষ করতে চান সিমন্স


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:৪৮ পিএম
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে বছর শেষ করতে চান সিমন্স

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বছরের শেষটা রাঙাতে চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স।  টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে বাংলাদেশকে ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টিতে সেই সুযোগ বাংলাদেশের সামনে। 

তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এখন শেষ ম্যাচ জেতার অপেক্ষায় লিটন দাসের দল। আর সেটি হলেই ক্যারিবিয়দের তাদের মাটিতে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করতে পারবে বাংলাদেশ। কোচ ফিল সিমন্সের লক্ষ্য আপাতত সেটাই।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার কথা জানিয়েছেন এই ক্যরিবিয়ান কোচ। তার মতে, কাজটা কঠিন হলেও বছরের শেষটা জয়ে রাঙাতে চায় তার দল। আর সেই জয় নিয়েই বাংলাদেশে পা রাখতে চান তিনি।

ফিল সিমন্স বলছেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কী।’

ওয়ানডে সিরিজে উইন্ডিজদের কাছে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে ভালো করার কারণ হিসেবে সিমন্স বলছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটো দল ভিন্ন। দুই দলে কিছু পরিবর্তন আছে। অনেকে আছে যারা ওয়ানডে দলে ছিল না, কিন্তু টি-টোয়েন্টি দলে এসে যোগ দিয়েছে। আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন। ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছি।’

সিরিজ জেতায় ক্রিকেটারদের কৃতিত্ব দিয়ে সিমন্স বলেন, ‘আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজে হারের পরও এটাতে যেভাবে খেলেছে।’

এআর

Wordbridge School
Link copied!