• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ 


স্পোর্টস ডেস্ক ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:৪২ এএম
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ 

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বছর শেষ করলো টাইগাররা।শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। 

শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে সফরকারীরা। ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।  

জাকের আলি অনিক গড়ে দিয়েছিলেন ভিত। পুরো সফরজুড়ে দুর্দান্ত এই ব্যাটারের অসাধারণ ইনিংসে ভর করে বাংলাদেশ পায় বেশ ভালো সংগ্রহ।এরপর বাকি কাজটা করে দেন বোলাররা। এর ফলে স্বাগতিকদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ করে ফেলেছে ইতিহাস।

তিন বা তার বেশি ম্যাচের সিরিজে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের কোনো প্রতিপক্ষকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার রেকর্ড। সবমিলিয়ে তৃতীয়বার (এর আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডকে) টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। 

আইএ

Wordbridge School
Link copied!