Menu
ঢাকা: প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে।
একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি জমা জমা দিতে হবে। না দিলে পরোয়ানা কার্যকর হবে।
ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা উথাপ্পার বয়স এখন ৩৯ বছর। ২০২২ সালে সর্বশেষ আইপিএল খেলা এই ব্যাটসম্যান গত মাসেও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে খেলেছেন। দ্য হিন্দুর খবর অনুসারে পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন।
এনডিটিভির খবরে বলা হয়, গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি।
তার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬৬০২ রুপি পায় বলে দাবি করেছে, যা আদায়ের চেষ্টা চলছে।
২০১৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা উথাপ্পাকে গ্রেপ্তারে পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন কমিশনার। তবে উথাপ্পার ঠিকানায় গিয়ে সেখানে তাঁকে পাওয়া যায়নি। এক বছর আগে ওই ঠিকানা ছেড়ে দিয়েছেন তিনি।
আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে উথাপ্পাকে গ্রেপ্তার করতে পুলিশকে বলা হয়েছে।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT