• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১
এনসিএল টি২০

ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৫৮ পিএম
ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

ঢাকা: লিগ পর্বে অপরাজিত থাকা ঢাকা মেট্রোকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। 

প্রথম কোয়ালিফায়ারে ৪ উইকেটে জিতেছে রংপুর। যদিও গ্রুপ পর্বের ম্যাচে রংপুরকে ৭ উইকেটের বিশাল হার উপহার দিয়েছিল মেট্রো। 

প্রথম কোয়ালিফায়ারে যেন সেই হারেরই বদলা নিল রংপুর। ফাইনালে রংপুরের প্রতিপক্ষ চূড়ান্ত হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা ও মেট্রোর ম্যাচ শেষে।

এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৭ রান করে মেট্রো। ইমরানুজ্জামান ৩০ ও আমিনুল ইসলাম বিপ্লব অপরাজিত ২৩ রানে অবদান রাখেন। রংপুরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রবিউল হক। দুটি উইকেট পান আলাউদ্দিন বাবু। একটি করে নেন এনামুল হক আনাম ও আরিফ আহমেদ।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রংপুর। লক্ষ্য ছোট থাকার কারণে এই বিপদ উতরে যেতে সমস্যা হয়নি রংপুরের। তানবীর হায়দার ২২ রানে অপরাজিত থেকে দলকে জেতান। আরিফুল হকও সমান সংখ্যক রান করেন। এই দুটি ইনিংসই দলটির যৌথ সর্বোচ্চ। 

শেষ পর্যন্ত তারা ৪ বল হাতে রেখে জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে। মেট্রোর বোলারদের মধ্যে ২ উইকেট নেন শহিদুল ইসলাম। আর একটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।

এআর

Wordbridge School
Link copied!