• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৩, ২০২৪, ০৩:২৪ পিএম
ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস

ঢাকা: রঙিন পোশাকে জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে হয়ে উঠেছেন দলের প্রধান ভরসা।

এবার সাদা পোশাকেও নিজেকে নতুন করে চেনালেন এই উইকেটকিপার-ব্যাটার। দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এখন তিনি।

এবারই প্রথম শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। সেখানেই খেলতে নেমে ইতিহাস গড়েছেন জ্যোতি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাতীয় দলের অধিনায়ক।

২৫৬ বলে ২০ চার, ২ ছক্কায় দেড়শো ছাড়ানো ইনিংস খেলে অপরাজিত থাকেন জ্যোতি। তার সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বিপক্ষে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা দেয় উত্তরাঞ্চল।

দলটির হয়ে সেঞ্চুরির কাছাকাছি গেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। ২৪৬ বলে তিনি করেন ৮৬ রান, ১২১ বলে ৫৭ করেন রিতু মনি। নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।  

জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার লিসা ৬০ রান করলে ভালো শুরু পায় মধ্যাঞ্চল। শুরু ধরে জ্যোতি খেলেন ১৫৩ রানের ইনিংস। তাতে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে জান্নাতুল ফেরদৌস সুমনা ১১৩ রানে ৬ উইকেট নেন।

এআর

Wordbridge School
Link copied!