• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কড়া নিরাপত্তায় চলছে বিপিএল মিউজিক ফেস্ট


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৩, ২০২৪, ০৬:১২ পিএম
কড়া নিরাপত্তায় চলছে বিপিএল মিউজিক ফেস্ট

ঢাকা: আর ক’দিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের। সেই ক্রিকেট উৎসব শুরুর আগে ক্রীড়া অনুরাগীদের বিনোদন দিতে কনসার্টের আয়োজন করেছে বিপিএল কর্তৃপক্ষ।

সোমবার (২৩ ডিসেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয়েছে এই সংগীত উৎসব। 

বিকেল ৪টায় শুরু হওয়া এই কনসার্টে সবার আগে মঞ্চে ওঠেন অ্যাভয়েড রাফা। পাঁচটা পর্যন্ত পারফর্ম করেন তিনি।

এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরা হয়।

৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায় উঠবে মাইলস। একঘণ্টা মঞ্চে থাকবে তারা। এরপর ৩০মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

মিউজিক ফেস্টের মূল আকর্ষণ পাকিস্তানের সুফি গায়ক রাহাত ফাতেহ আলী খান মঞ্চে উঠবেন রাত সাড়ে ৮টায়। 

প্রায় ৩ ঘণ্টা পারফর্ম করার কথা রয়েছে তার। এই দীর্ঘ পারফরম্যান্সের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা সম্মানী নিচ্ছেন এই সংগীতজ্ঞ।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ১১তম বিপিএলের।

এআর

Wordbridge School
Link copied!