Menu
ঢাকা: বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বড় আতঙ্কের নাম ট্রাভিস হেড। তবে চতুর্থ টেস্টে চোটের শঙ্কায় ছিলেন এ তারকা। এমন খবরে বেশ স্বস্তিতে ছিল ভারত। তবে শঙ্কা কাটিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের আগের দিনই জানিয়ে দিলেন, হেড একাদশে থাকছেন।
একাদশে স্যাম কন্সটাস ও স্কট বোল্যান্ডও খেলবেন বলে জানালেন কামিন্স। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের একাদশে দুটি পরিবর্তন।
তৃতীয় টেস্টে হালকা চোট পেয়ে অনিশ্চিত ছিলেন হেড। চলতি সিরিজে ৪০৯ রান নিয়ে সবার ওপরে এই ওপেনার। হেডের থাকা তাই ভারতের জন্য ভীষণ অস্বস্তির খবর।
এদিকে নাথান ম্যাকসুইনি শেষ দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন। তার বদলে মেলবোর্নে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে খেলতে যাচ্ছেন ১৯ বছরের কনস্টাস।
দ্বিতীয় টেস্টের পর আবার দলে ফিরছেন স্কট বোল্যান্ড। কাফ ইনজুরিতে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের জায়গায় খেলবেন তিনি।
অস্ট্রেলিয়া একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT