• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

‘সাহসী সিদ্ধান্ত’ সৈকতের, যা বলছেন সাবেক আম্পায়ার ও ক্রিকেটাররা


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৪, ০৩:১৫ পিএম
‘সাহসী সিদ্ধান্ত’ সৈকতের, যা বলছেন সাবেক আম্পায়ার ও ক্রিকেটাররা

ঢাকা: ‘তারা এটা নিয়ে যা খুশি তাইই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা (বল) তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছে।’ -যশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউটের পর এভাবেই ধারাভাষ্য থেকে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। 

শুধু পন্টিং না, জয়সওয়ালের আউটের পর শরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল। 

অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং পার্টনার চ্যানেল সেভেনের সঙ্গে আলাপেও তিনি বলেছেন সঠিক সিদ্ধান্তই দিয়েছেন তৃতীয় আম্পায়ার। সাবেক অজি ক্রিকেটার সাইমন ক্যাটিচ আউটের সিদ্ধান্তে সমর্থন জানালেও প্রশ্ন তুলেছেন স্নিকো মিটারের ব্যবহার উপযোগিতা নিয়ে। 

ঘটনার সূত্রপাত প্যাট কামিন্সের ৭১তম ওভারে। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ভারতের ২০০ রান। এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। তবে বল জমা পড়ে  উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে। ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার দেন আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে।

রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান। কিন্তু স্নিকোগ্রাফে পরিবর্তন আসেনি। তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি। ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত। 

মাঠেই আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন জয়সোয়াল। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলেছেন তিনি। এইসময় রিকি পন্টিং বলেন, ‘তারা এটা নিয়ে যা খুশি তাইই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা (বল) তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছে। স্নিকো শতভাগ সঠিক বলে প্রমাণিত না, কিন্তু আম্পায়ার বলের দিক পরিবর্তন আমলে নিয়েছেন, আর ফ্রেম ঠিক সে সময় থামাতে পেরেছেন যখন বল গ্লাভসে লেগেছে।’ 

সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রীও মত দিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের পক্ষে, ‘তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো না-ও মানতে পারেন। সেই ক্ষমতা তার আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে। তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত।’ 

সাবেক আম্পায়ার সাইমন টফেলও মত দিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের পক্ষে, ‘শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। যখন এখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাটের স্পর্শে বলের দিক পরিবর্তন দেখতে পাবেন, তখন আর বেশি কিছু পরখ করার দরকার নেই। অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কেবল সিদ্ধান্ত প্রমাণের জন্য।’ 

বাংলাদেশি সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসও পক্ষ নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকতের। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'আজ মেলবোর্ন টেস্ট ম্যাচে ক্রিটিকাল মুহূর্তে নিঃসন্দেহে সৈকত ভাই নিখুঁত এবং সাহসী সিদ্ধান্ত দিয়েছেন।' 

এআর

Wordbridge School
Link copied!