• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

সাইফ-ইফতিখার জুটির পর খুশদিল ঝড়ে রংপুরের রানের পাহাড়


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৪, ০৮:২৬ পিএম
সাইফ-ইফতিখার জুটির পর খুশদিল ঝড়ে রংপুরের রানের পাহাড়

ঢাকা: শুরুর ধাক্কা সামলে নিয়ে মাঝে রংপুর রাইডার্সকে শক্ত ভিত গড়ে দিয়ে যান ইফতিখার আহমেদ ও সাইফ হাসান। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঢাকা ক্যাপিটালসকে ১৯২ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে নুরুল হাসান সোহানের দল।

এদিন টস জিতে শুরুতে রংপুরকে ব্যাট করতে পাঠায় ঢাকা। থিসারা পেরেরার নেওয়া সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলটির বোলাররা। দলীয় ২০ রানেই সাজঘরে ফেরায় দুই ওপেনারকে। 

দুই বিদেশি সাজঘরে ফেরার পর সাইফকে নিয়ে দলের হাল ধরেন পাকিস্তানের ইফতিখার। ১০৯ রানে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৪০ রান করে সাজঘলে ফেরেন সাইফ। খানিক পর ৩৮ বলে ৪৯ রান করে ফেরেন ইফতেখার। 

এরপর খুশদিলকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন সোহান। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলেও দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আসেন খুশদিল। 

এই ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রংপুরকে নিয়ে যান ১৯০ এর ঘরে। খুশদিল ২৩ বলে ৩ ছক্কা ও চারে ৪৬ রান করেন।
  
এআর

Wordbridge School
Link copied!