• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

৭ উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস, ঢাকার বড় পুঁজি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২, ২০২৫, ০৩:৩৩ পিএম
৭ উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস, ঢাকার বড় পুঁজি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম বোলার হিসেবে ইতিহাস গড়লেন তাসকিন আহমেদ। ঢাকার বিপক্ষে একাই নিলেন ৭ উইকেট। বিপিএলে এখন পর্যন্ত এক ইনিংসে কোনো বোলারের এটাই সর্বোচ্চ উইকেট শিকার।   

তার ইতিহাসগড়া বোলিংয়ের পরও অবশ্য ৯ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস। 

কুয়াশাচ্ছন্ন দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। শুরুতেই তারা খায় বড় ধাক্কা। তাসকিন আহমেদের দুর্দান্ত এক বাউন্সে ব্যাট পেতে দিয়ে লিটন দাস ফেরেন ৫ বলে ০ করে।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও তুলে নেন তাসকিনই। তামিম ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ১০ বলে ফেরেন ৯ করে। ১৪ রানে ২ উইকেট হারায় ঢাকা।

সেখান থেকে স্টিফেন এসকিনাজি আর শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা। ২৯ বলে ৪৬ করে আউট হন এসকিনাজি, দিপু ৪১ বলে ৭ বাউন্ডারিতে করেন ৫০।

এছাড়া থিসারা পেরেরা ৯ বলে ২১, শুভম রানজান ১৩ বলে ২৪ এবং আলাউদ্দিন বাবুর ব্যাট থেকে আসে ৯ বলে ১৩ রান।

তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৭টি উইকেট। 

এআর

Wordbridge School
Link copied!