• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার শাকিব খানের


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২, ২০২৫, ০৫:২৫ পিএম
বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার শাকিব খানের

ঢাকা: বিপিএলে প্রায় প্রতিটি ম্যাচেই উঠছে রান। বইছে চার-ছক্কার নহর। বৃহস্পতিবারও দিনের প্রথম ম্যাচটিও হল হাই-স্কোরিং। যেখানে নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ১৭৪ রান করেও রেহাই পেল না।

লক্ষ্য তাড়ায় দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে দুর্বার রাজশাহী। কিন্তু রায়ান বার্লের সঙ্গে এনামুল হক বিজয়ের জুটিতে ৭ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী।

শুরুতে ব্যাট করতে নেমে তাসকিনের ৭ উইকেট শিকারের পরও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ঢাকা। লক্ষ্য তাড়ায় ১১ বল আগেই জয় পায় রাজশাহী।  

রান তাড়ায় নেমে উড়ন্ত শুরু করেন মোহাম্মদ হারিস। কিন্তু প্রথম ওভারেই তাকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। ৫ বলে ১ ছক্কা ও চারে ১২ রান করা এই ব্যাটারের স্লিপে ক্যাচ নেন এস্কানজি। এক ওভার পর আউট হন জিসান আলমও। ৮ বলে শূন্য রান করে ফেরেন মুকিদুল ইসলামে বলে। দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া রাজশাহীকে টেনে তোলেন এনামুল হক ও ইয়াসির আলী।  

দুজনের ৩৩ বলে ৪২ রানের জুটি ভাঙেন আলাউদ্দিন বাবু। দুবার জীবন পাওয়া এই ব্যাটার ২০ বলে ২২ রান করে ক্যাচ আউট হন। তবে দলকে আর উইকেট হারাতে দেননি এনামুল হক বিজয় ও রায়ান বার্ল।  

তারা দুজনই জিতিয়ে মাঠ ছাড়েন। ৯ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৭৩ রান করে বিজয় এবং ৫ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন বার্ল। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ৫৬ বলে আসে ১০৬ রান।  

এআর

Wordbridge School
Link copied!