ঢাকা: মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এবারের বিপিএলের শুরু থেকেই রান হচ্ছিলো। শুক্রবার ছুটির দিনে দর্শকদের বিনোদন দেওয়ার মতো আরও একটি ইনিংস খেললো চিটাগং কিংস।
দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে ২১৯ রান করেছে কিংস। টানা দ্বিতীয় জয় তুলে নিতে হলে রাজশাহীকে করতে হবে ২২০ রান। অথচ দুই রানেই ছিল না প্রথম উইকেট। কিন্তু এরপরই বড় জুটি গড়লেন গ্রাহাম ক্লার্ক ও উসমান খান।
শতরান পেরোনো জুটি ভাঙে ক্লার্ক ফিরলে। তবে এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি পেয়েছেন উসমান। চিটাগাং কিংসও পেয়েছে এবারের আসরের সর্বোচ্চ সংগ্রহ।
শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে চিটাগাং কিংস। তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরত যান তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে বড় রান এনে দেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক।
পাওয়ার প্লের ছয় ওভারে ৭২ রান গড়েন তারা। ক্লার্ক ও উসমানের জুটি ভাঙেন সোহাগ গাজী। ২৫ বলে ৪০ রান করা ক্লার্ককে আউট করেন তিনি। ৬৩ বলে দুজনের জুটি ছিল ১২০ রানের।
ক্লার্ক ফেরার আগেই ২১ বলে হাফ সেঞ্চুরি করেন উসমান। তার ব্যাট থেকে আসে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিও। ৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় তিন অঙ্কে পৌঁছান তিনি। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
১৮তম ওভারে গিয়ে আউট হওয়ার আগে ১৩ চার ও ৬ ছক্কায় ৬২ বলে ১২৩ রান আসে উসমানের ব্যাট থেকে। এছাড়া ১৫ বলে ২৮ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাটে। শেষ পর্যন্ত ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগাং।
এআর