ঢাকা: ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শুরু এবং শেষটায় ভালো রান পেয়েছে খুলনা টাইগার্স। তবে মিডল অর্ডারে বাজে ব্যাটিং করেছে দলটি।
ওপেনিংয়ে নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্টো এবং শেষ দিকে মুকিদুল ইসলাম মুগ্ধ, জিয়াউর রহমান ও আবু হায়দার রনির ব্যাটে ৮ উইকেটে ১৭৩ রানের ভালো পুঁজি পেয়েছে খুলনা। ঢাকার হয়ে মুস্তাফিজুর রহমান, চাতুরাঙ্গা ডি সিলভা ও আলাউদ্দিন বাবু ভালো বোলিং করেছেন।
শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। নাঈম শেখ ও বোসিস্টো ওপেনিং জুটিতে ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করেন। নাঈম ১৭ বলে সাতটি চারের শটে ৩০ রান করে আউট হন।
এরপরই ধস নামে খুলনার ব্যাটিং অর্ডারে। ৬.৩ ওভারে ৫৭ রানে ৩ উইকেট হয়ে যায় তারা। তিনে ব্যাট করতে নেমে আফিফ হোসেন (১) ও চারে নেমে ইব্রাহিম জাদরান (৫) ব্যর্থ হন। রান পাননি পাঁচে নামা অধিনায়ক মেহেদী মিরাজও (৮)। এরপর মোহাম্মদ নওয়াজ ৮ রান ও ওপেনার বোসিস্টো ২৮ বলে ২৬ রান করে ফিরলে ৮৭ রানে ৬ উইকেট হয়ে যায় খুলনা।
দলের ওই বিপদে মুগ্ধ ও জিয়া ৪৩ রানের জুটি গড়েন। অভিজ্ঞ জিয়া ফিরে যান ১৫ রানে ২২ রান করে। তিনি দুটি চার ও একটি ছক্কা তোলেন। আগের ম্যাচে দেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-২০ ফিফটির রেকর্ড গড়া মুগ্ধর ব্যাট থেকে এদিন ২২ বলে আসে ৩২ রানের ইনিংস। তিনি দুটি ছক্কার সঙ্গে একটি মার মারেন। শেষ ওভারে তিন ছক্কায় আবু হায়দার ৮ বলে ২১ রানের ইনিংস খেলেন।
ঢাকার প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ। খুলনার বিপক্ষে তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। আলাউদ্দিন বাবু ৩ ওভারে ১৫ রান খরচা করে নেন ১ উইকেট।
এছাড়া চাতুরাঙ্গা ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। আবু জায়েদ রাহি ছিলেন বেশ খরুচে। জাতীয় দলের বাইরে চলে যাওয়া এ পেসার ৪ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন।
এআর