• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

তোমাদের অবস্থা দেখে রাজনীতির ইচ্ছে নেই: তামিমকে আফ্রিদি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৪, ২০২৫, ০৪:৫৬ পিএম
তোমাদের অবস্থা দেখে রাজনীতির ইচ্ছে নেই: তামিমকে আফ্রিদি

ঢাকা: বিপিএলে চিটাগাং কিংসের শুভেচ্ছেদূত হিসেবে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। 

এরই মাঝে তামিম ইকবাল, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি ও শাহীন আফ্রিদির সঙ্গে নৈশভোজ ও আড্ডায় মাতেন সাবেক এই তারকা অলরাউন্ডার। 

আগে থেকেই শহীদ আফ্রিদি নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তেমনই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

ভিডিওতে তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন- তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।
 
আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। 

আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ পাশে চেয়ারে বসেই জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’

এআর

Wordbridge School
Link copied!