ঢাকা: ঢাকার দুই ম্যাচে কথা বলেনি তামিমের ব্যাট। তবে সিলেটে গিয়ে স্বরূপে ফিরেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। তাতে দলও পেয়েছে দারুণ এক জয়। দুর্বার রাজশাহীকে ফের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তামিমের দল।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। জবাবে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল।
প্রায় সাত মাস বিরতির পর কিছুদিন আগে জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। চার ম্যাচ খেলে দুটি ফিফটি আদায় করেন, যেখানে রয়েছে একটি ৯১ রানের ইনিংস।
এরপর বিপিএলের ম্যাচে মিরপুরে খুব একটা সুবিধা না করতে পারলেও সিলেটে ঠিকই জ্বলে উঠলেন তিনি। খেলেন হার না মানা ৮৬ রানের ইনিংস। ৪৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১টি চার ও ৩টি ছক্কায়।
আগের দুই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেছিলেন তামিম। দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় এদিন শান্তকে বাদ একাদশ সাজায় দলটি। তামিমের সঙ্গে এদিন ওপেনিংয়ে নামেন উইকেটরক্ষক-ব্যাটার প্রিতম কুমার। তবে ব্যর্থ হয়েছেন তিনিও।
কাইল মেয়ার্স অবশ্য কিছুটা সঙ্গ দিয়েছেন তামিমকে। দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন এ দুই ব্যাটার। মেয়ার্সের বিদায়ের পর তামিমের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। তাতে জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তামিম।
এআর