• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

প্রতিরোধ গড়েও ১০ উইকেটে হারল পাকিস্তান 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৬, ২০২৫, ১০:০৮ পিএম
প্রতিরোধ গড়েও ১০ উইকেটে হারল পাকিস্তান 

ঢাকা: প্রথম ইনিংসে ফলো-অনে পড়েও দ্বিতীয় ইনিংসে তীব্র প্রতিরোধ গড়ে পাকিস্তান। তারপরও ম্যাচটিকে ভুলে যেতেই হবে তাদের। কারণ চওড়া হাসিটা দিনশেষে দক্ষিণ আফ্রিকার মুখেই।

কেপটাউনে তীব্র প্রতিরোধ গড়েও পাকিস্তানের সঙ্গী ১০ উইকেটের হার। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে স্বাদ দিল ধবলধোলাইয়ের।

৫৮ রানের লক্ষ্য পেরোতে কেবল ৪৩ বল লাগে ডেভিড বেডিংহাম (৪৪) ও এইডেন মার্করামের (১৪)। চতুর্থ দিনের শুরুটা পাকিস্তান করেছিল ১ উইকেটে ২১৫ রান নিয়ে।

আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া শান মাসুদ আজও মাটিত কামড়ে পড়ে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু ২৫১ বলে ১৭ চারে ১৪৫ রানে থামতে হয় পাক অধিনায়ককে। কোয়েনা মাফাকার বলে এলবডব্লিউ হন তিনি।

মোহাম্মদ রিজওয়ান (৪১) ও আগা সালমান (৪৮) চেষ্টা করেছিলেন বটে কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। তাই ৪৭৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ।  

পাকিস্তানকে ফলো-অনে ফেলেও ইনিংস ব্যবধানে জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে দক্ষিণ আফ্রিকার। তবে টেস্টে টানা সপ্তম জয় তুলে নিতে কোনো ভুল করেনি। সেই সুখস্মৃতি নিয়েই আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে তারা।  

এআর

Wordbridge School
Link copied!