• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

লিটনের ফিফটি, ঢাকার ১৯৩


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০২৫, ০৮:৫৮ পিএম
লিটনের ফিফটি, ঢাকার ১৯৩

ঢাকা: অবশেষে রানের দেখা পেলেন লিটন দাস। করলেন ফিফটিও। তার রানের ফেরার দিনে হাফ সেঞ্চুরি হাঁকালেন মুনিম শাহরিয়ার, ঝড়ো ইনিংস খেলেন সাব্বির রহমানও।

সবমিলিয়ে লড়াই করার মতো পুঁজিই পেয়েছে প্রথম জয়ের খোঁজে থাকা ঢাকা ক্যাপিটালস। সিলেটে বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে ঢাকা।  

টস জিতে ব্যাট করতে নামা ঢাকা আগের ম্যাচের একাদশে আনে পাঁচ পরিবর্তন। যদিও প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ৪ বলে ৬ রান করে রাকিম কর্নওয়ালের শিকার হন তিনি।

কিন্তু এরপরই বড় জুটি গড়েন লিটন দাস ও মুনিম শাহরিয়ার। দুজনেই পান হাফ সেঞ্চুরি। দুজনের ৮৮ বলে ১২৯ রানের জুটিটি ভাঙেন কর্নওয়াল। এক ওভারেই দুজনকে ফেরান তিনি। শুরুতে ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ রান করা লিটন হন এলবিডব্লিউ।  

এক বল পর আউট হন মুনিম শাহরিয়ার। টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নামা এই ব্যাটার ৭ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৫২ রান করেন। লিটন-মুনিমের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়েই বাকি ব্যাটাররা খেলতে থাকেন।  

আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা সাব্বির এবার ১০ বলের ইনিংসে ৩ ছক্কায় ২৩ রান করেন। এছাড়া ৯ বলে ১৮ রান আসে থিসারা পেরেরার ব্যাটে। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন কর্নওয়াল।  

এআর

Wordbridge School
Link copied!