Menu
ঢাকা: তামিম ইকবালের বিদায়ী ঘোষণার পর সতীর্থরা একে একে দিচ্ছেন আবেগঘন বার্তা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নিজের ফেসবুক পাতায় তামিমকে নিয়ে লিখলেন খোলা চিঠি।
শনিবার (১১ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তামিমের সিদ্ধান্তকে স্বাগত জানান শান্ত। সেই সঙ্গে ড্রেসিংরুম শেয়ার থেকে তামিমের সঙ্গে নানা স্মৃতি তুলে ধরেন নাজমুল শান্ত।
তামিমকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পোস্টটি হুবুহু তুলে ধরা হলো—
প্রিয় তামিম ভাই,
আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।
আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে, এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।
আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT