• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

পরীক্ষায় ব্যর্থ, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব


স্পোর্টস ডেস্ক জানুয়ারি ১১, ২০২৫, ০৮:২৮ পিএম
পরীক্ষায় ব্যর্থ, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব

ঢাকা: বোলিং অ্যাকশন পরীক্ষায় ফের ফেল করেছেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর বল করতে পারবেন না সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শনিবার (১১ জানুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে।

গেল দুদিন ধরেই বাতাসে ভাসছিল তথ্য। চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার। যদিও খেলে যেতে পারবেন লাল-সবুজের জার্সিতে। খেলতে হবে ব্যাটার পরিচয়ে। 

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের এক বছর বোলিং করতে পারবেন না। এমনকি ওই এক বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না।

নিয়ম অনুযায়ী আইসিসি মনোনীত কোনো সেন্টারে পরীক্ষা দিয়ে অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না নেওয়া পর্যন্ত সাকিব ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোথাও বোলিং করতে পারবেন না। তবে বোলিং অ্যাকশন ঠিক করার জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু যখন তার মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই, তিনি তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন।

আইএ

Wordbridge School
Link copied!