Menu
ঢাকা: শুরুতেই আবু হায়দার রনি ও নাসুম আহমেদের আঘাত। তাই ১৫ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সিলেট স্ট্রাইকার্স।
তবে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। খুলনা টাইগার্সকে ছুড়ে দিয়েছে ১৮৩ রানের লক্ষ্য।
এই রান তাড়ায় চাপে খুলনা। এরই মধ্যে ২ উইকেট হারিয়েছে দলটি। স্বাগতিকদের রান ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩১ রান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করে সিলেট। শুরুতে রাহকিম কর্নওয়ালকে (৪) বোল্ড করেন রনি। পঞ্চম ওভারে জর্জ মানসি (২) শিকার হন নাসুমের।
তবে তৃতীয় উইকেটে রনি তালুকদারের সঙ্গে ১০৬ রানের বড় জুটি গড়েন জাকির। রনি ধীরে-সুস্থে খেললেও আরেকপ্রান্তে জাকির ছিলেন আগ্রাসী। ৪৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার।
রনি অবশ্য পথ হারান। ৪৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রানে রনির শিকার হন এই ওপেনার। তবে জাকিরকে বাকিটা সময় ভালোই সঙ্গ দেন অ্যারন জোনস ও আরিফুল হক। জোনস ৬ বলে ৩ ছক্কায় ২০ রানে আউট হলেও আরফুল অপরাজিত ছিলেন ১৩ বলে ২১ রানের ক্যামিও খেলে।
খুলনার হয়ে দুটি করে উইকেট নেন রনি ও জিয়াউর রহমান।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT