• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

চিটাগংয়ের রানের পাহাড় টপকাতে সিলেটের ঝড়ো শুরু 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৩, ২০২৫, ০৩:৩৪ পিএম
চিটাগংয়ের রানের পাহাড় টপকাতে সিলেটের ঝড়ো শুরু 

ঢাকা: পারভেজ হোসেন ইমন ফেরেন শুরুতেই। তার ব্যর্থতার পর অবশ্য পথ হারায়নি চিটাগাং কিংস। উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটিতে তারা পায় বড় রানের ভিত। পরে শেষটা দারুণ করেন মোহাম্মদ মিঠুন ও হায়দার আলী।

সিলেটে বিপিএলের ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে চিটাগাং। এই রান টপকাতে নেমে শুরুতে স্টার্লিংকে হারিয়ে চাপে পড়ে যায় সিলেট। তবে জাকিরের ঝড়ো ব্যাটিংয়ে ৩ ওভারে ২৭ রান তুলে ফেলেছে দলটি।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস। ১০ বলে স্রেফ ৭ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়নস ট্রফিতে লিটন দাসের জায়গায় নেওয়া হয় তাকে। আগের দিন লিটন সেঞ্চুরি করলেও ব্যর্থ হন ইমন।  

তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।  

গ্রাহাম ক্লার্কও সেঞ্চুরি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলী।  

এআর

Wordbridge School
Link copied!