• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

স্ত্রীদের নিয়ে কোহলিদের ওপর নিষেধাজ্ঞা আসছে 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৫, ০৩:২৭ পিএম
স্ত্রীদের নিয়ে কোহলিদের ওপর নিষেধাজ্ঞা আসছে 

ঢাকা: রোহিত শর্মাদের সাম্প্রতিক ব্যর্থতা মানতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাই ঢেলে সাজাচ্ছে নিয়ম। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের কাছে নাকানি চুবানি এবং সবশেষ অস্ট্রেলিয়ায় ধরাশায়ী। সব মিলিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো গেছেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হয়েছে। 

রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ড এবার কড়া পথেই পা বাড়াচ্ছে। আপাতত তিনটি দিকে বিসিসিআইয়ের নজর- কোহলিদের আলাদা করে গাড়ি ব্যবহার থামানো, সফরে স্ত্রীদের লম্বা সময়ের জন্য রেখে দেওয়া এবং ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করানো। কোচরাও ছাড় পাচ্ছেন না। এখন থেকে কোনো কোচের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না।

এই ব্যাপারগুলোতে কড়া ভূমিকা রাখতে যাচ্ছে বিসিসিআই। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবর, ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি খোঁয়ানোর পরই ভুত চেপে বসেছে বোর্ডের মাথায়। 

তারা সবার আগেই কমাতে চাইছে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীদের থাকার সময়। কোনো ক্রিকেটার তার স্ত্রী-সন্তানকে আসন্ন সফরগুলোতে ১৪ দিনের বেশি কাছে রাখতে পারবেন না। জাতীয় দলের খেলা না থাকলে অবশ্যই তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

ভারতের বর্তমান অধিনায়ক রোহিতকে দিয়েই শুরু হচ্ছে এই চর্চা। আজ থেকে মুম্বাইয়ে রঞ্জি ট্রফি খেলবেন রোহিত। দেশে কিংবা দেশের বাইরে এখন থেকে কোনো ক্রিকেটার নিজস্ব বাহন ব্যবহার করতে পারবেন না। কোহলি হোক, রোহিত কিংবা হালের শুভমন গিল-সবাইকে একসঙ্গে টিম বাসে করে ভ্রমণ করতে হবে।

টানা ব্যর্থতার কারণে কোচদের নিয়েও থাকছে নতুন আইন। এখন থেকে কোনো সহকারী কোচ একই পদে তিন বছরের বেশি সময়ের চুক্তি করতে পারবেন না। 

সেক্ষেত্রে অভিষেক নায়ার, মরনি মর্কেল এবং রায়ান টেন দুশখতদের আগেভাগেই চাকরি খুঁজতে পারে। এই নিয়মের বাইরে থাকবেন না প্রধান কোচ গৌতম গম্ভীরও। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এসব সিদ্ধান্তের কয়েকটি খুব দ্রুতই কার্যকর করতে পারে ভারতের ক্রিকেট বোর্ড।

এআর

Wordbridge School
Link copied!